এখন আয়না ঘর গুঁড়িয়ে দিয়ে গণভবন উদ্ধার করা সময়ের ব্যাপারমাত্র: আমান

0

ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপির চেয়াপারসন  খালেদা জিয়াকে শিগগিরই আমাদের মাঝে পাবো।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ইনশাল্লাহ, শিগগিরই আমাদের মাঝে এই বাংলাদেশে পাবো।

সোমবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টর্স ইউনিটির নসরুল হামিদ হলে ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘এখন জনগণ রাস্তায় নেমে এসেছে, যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় নিতে হবে।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন যে যা ভূমিকা পালন করবেন, জনগণ তা মনে রাখবে।’

৯০ এর স্মৃতিচারণ করে আমান বলেন, ‘শহীদের রক্তে রঞ্জিত কোনও সরকার আজ পর্যন্ত টিকে থাকেনি। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনও নৈতিকতা নেই। এখন আয়না ঘর গুঁড়িয়ে দিয়ে গণভবন উদ্ধার করা সময়ের ব্যাপারমাত্র।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com