উপাচার্য শহীদুর রহমান খানের ছেলে-মেয়েসহ ৯ ঘনিষ্টজনের নিয়োগ বাতিল

0

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) উপাচার্য শহীদুর রহমান খানের ছেলে-মেয়েসহ ৯ ঘনিষ্টজনের নিয়োগ বাতিল করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১১ সেপ্টেম্বর উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়নি, মন্ত্রণালয়ের তরফ থেকে এমনটিই জানানো হয়েছে।

জানা গেছে, অনিয়ম-স্বজনপ্রীতি করে নতুন এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে নিজের ছেলে-মেয়ে, শ্যালক-শ্যালিকার ছেলে এবং ভাতিজাকে নিয়োগ দেন উপাচার্য শহীদুল রহমান খান। সব মিলিয়ে উপাচার্য নিজের পরিবারের সদস্য-আত্মীয়দের মধ্যে নয়জনকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ দিয়েছেন। এমনকি তার স্ত্রীকেও অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন।

বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগে অনিয়মের এমন চিত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হলেও দীর্ঘ দিন তা আটকে থাকার পর উপাচার্যের স্বজনদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হলো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com