জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি সাংবাদিকদের

0

জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাস্টিস ফর জার্নালিস্ট-এর ঢাকা বিভাগীয় কমিটি আয়োজিত এক সাংবাদিক সমাবেশে এই দাবি করেন সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মী আইন-২০২২ এ সাংবাদিকদের স্বার্থ দেখা হয়নি। আইনে নানা অসঙ্গতি রয়েছে। এসব অসঙ্গতি দূর না করলে গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি জানাই।

সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর নেতারা গণমাধ্যমকর্মী আইন-২০২২ এর বিষয়ে আরও জোরালো প্রতিবাদ করা উচিত। তারা সেটা না করলে সাংবাদিকদের সঙ্গে অবিচার করা হবে। মালিকপক্ষ সবসময়ই সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে ঝামেলা করেন। যে সুযোগ সুবিধা দেওয়া দরকার তা দেন না। অনেক সাংবাদিককে নানা সমস্যার মধ্য দিয়ে কাজ করতে হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com