নাটোরে ঋণের দায়ে বিষাক্ত ট্যাবলেট সেবনে স্বামী-স্ত্রীর মৃত্যু

0

নাটোরের বড়াইগ্রামে সুদি মহাজনের চাপ ও পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর একসাথে বিষাক্ত ট্যাবলেট সেবনে স্ত্রী মারা যাওয়ার ১২ ঘণ্টা পর স্বামী ওমর ফারুকেরও (৩২) মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ আগষ্ট) সকালে মৃতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় ১০ লাখ টাকা ঋণের চাপে ফল ব্যবসায়ী ওমর ফারুক ও তার ছোট স্ত্রী বিথী শুক্রবার সকালে হালদার পাড়া এলাকায় ভাড়া বাসায় ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে তারা দু’জন একসাথে পাশেই কালিকাপুরে ফারুকের পৈত্রিক বাড়িতে যান। সেখানে স্বজনরা বুঝতে পেরে তাদেরকে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে রাজশাহী নেয়ার পথে বিথী আক্তার মারা যান। ওমর ফারুককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে রাজশাহী বেসরকারি নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু আইসিইউয়ের মোটা অঙ্কের খরচ যোগাতে না পারায় স্বজনরা রাতে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com