আবারও গৃহবন্দি মেহবুবা মুফতি
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আবারও গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। গতকাল করা টুইটে তিনি লিখেছেন- আজ নিহত কাশ্মীরি পণ্ডিত সুনীল কুমার ভাটের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।
গত ১৬ আগস্ট সোপিয়ানের ছোটপোরা এলাকায় গুলি চালিয়ে হত্যা করা হয় কাশ্মিরি পণ্ডিত সুনীল কুমার ভাটকে। জঙ্গি গোষ্ঠী আলবদর ওই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল।
গৃহবন্দি করা হয়েছে এ তথ্য জানানোর পাশাপাশি মেহবুবা তার বাড়ির সামনে আধা সেনা মোতায়েনের ছবিও পোস্ট করেছেন। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ভুলের মাশুল দিতে হচ্ছে কাশ্মিরি পণ্ডিতদের। তবে প্রশাসন এই ব্যাপারে কিছু জানায়নি। মেহবুবা বলেন, নিরাপত্তার দোহাই দিয়ে প্রশাসন আমাদের আটকে দিচ্ছে। কিন্তু নিজেরা প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছে।
মেহবুবা বলেন, কেন্দ্রীয় সরকার কাশ্মীরি পণ্ডিতদের বেদনা আড়াল করতে চায়। তাদের নির্মম নীতির কারণে যারা কাশ্মির ছেড়ে যায়নি তাদের টার্গেট কিলিং করা হচ্ছে। এইভাবে সরকার আমাদের কাশ্মিরি পণ্ডিতদের শত্রু হিসেবে তুলে ধরছে। তাই আজ আমাকে গৃহবন্দী করা হয়েছে।