মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের

0

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন চা শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত হবিগঞ্জের চা শ্রমিকরা বাহুবল উপজেলার বাগানবাড়ী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

এসময় চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য স্লোগান দেন। শ্রমিক নেতারা বলেন, গত বুধবার (১৭ আগস্ট) ঢাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে তামাশা করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা শ্রমিকদের ১২০ টাকা মজুরিতে জীবন-জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য তারা ৩০০ টাকা মজুরি আদায়ের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com