রুশ সেনাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

0

রুশ সেনাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ৭৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

যার মধ্যে রয়েছে হিমার্স রকেট লঞ্চার, মিসাইল, কামান এবং মাইন পরিস্কার করার যন্ত্র। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে একজন সামরিক কর্মকর্তার বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছিল, এবারের সহায়তায় থাকবে কয়েক ডজন গোয়েন্দা ড্রোন।

নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এপিকে ওই কর্মকর্তা বিষয়টি প্রকাশ করে দেন।

ওই কর্মকর্তা জানান, গোয়েন্দা ড্রোন ছাড়াও দূরপাল্লার অত্যাধুনিক হাউইটজার কামান এবং গোলাবারুদ থাকবে এবারের সহায়তায়।

দুইজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যেসব ড্রোন দেওয়া হবে সেগুলো অত্যাধুনিক, অত্যাধিক চাপ বহনে সক্ষম। এগুলো গুলতির সাহায্যে ছোঁড়া হয় এবং ফের পুনরায় নিয়ে আসা যায়।

এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনকে এখন পর্যন্ত ৯ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে। রুশ সেনাদের শক্তি যেন দুর্বল করে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে এখন কাজ করছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com