এরদোগানের ভূয়সী প্রশংসা করলেন জেলেনস্কি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘের উদ্যোগে তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ায় এরদোগানকে প্রশংসায় ভাসান তিনি। খবর আনাদোলুর।
শুক্রবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ প্রশংসা করেন। এতে তিনি বলেন, তুরস্কের এ মধ্যস্থতার কারণে বিশ্বের খাদ্য সংকট মিটাতে যুদ্ধাবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে ইউক্রেন।
ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, আমার সঙ্গে আজ (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের দীর্ঘক্ষণ ফোনালাপ হয়েছে। ইউক্রেনের স্বাধীনতার পক্ষে সমর্থন দেওয়ায় তার প্রতি আমরা কৃতজ্ঞ। এরদোগানের সঙ্গে অর্থনীতি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আমার আলাপ হয়েছে।