ফিলিস্তিনি বাবাকে মেয়ের বিয়ের আগে গুলি করে হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনি বাবাকে তার মেয়ের বিয়ের আগে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের তুবাস শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শুক্রবার তুবাস শহরের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর ইহুদিবাদী সেনারা সালাহ তৌফিক সাফতা নামের ওই ফিলিস্তিনি বাবাকে মাথায় গুলি করে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আগামী সপ্তাহে সাফতার মেয়ের বিয়ে হওয়া কথা রয়েছে।
শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৮ বছর বয়সী ওই বাবাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান। একই সময়ে ইসরাইলি হামলায় পায়ে গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনির চিকিৎসা চলছে।
ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, সাফতা নিরস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি একটি স্টোরে প্রবেশ করার আগ মুহূর্তে গুলিবিদ্ধ হন। তিনি গত কয়েক দিন ধরে আত্মীয়-স্বজনের কাছে নিজ মেয়ের বিয়ের কার্ড বিলি করছিলেন।