আফ্রিকার দেশ আলজেরিয়া ভয়াবহ দাবানলে জ্বলছে
আফ্রিকার দেশ আলজেরিয়া ভয়াবহ দাবানলে জ্বলছে। দেশটিতে দাবানলে নিহত বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। তাদের মধ্যে অন্তত দশ জনই শিশু। তবে এরই মধ্যে দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
আলজেরীয় প্রশাসন জানিয়েছে, দাবানলে দুই শতাধিক লোক আহত হয়েছেন। এ ছাড়া মৃত ৩৮ জনের বেশিরভাগই দেশটির পূর্বাঞ্চল আল তরেফ ও সেতিফ প্রদেশের বাসিন্দা। দমকলকর্মীরা হেলিকপ্টার নিয়ে নজর রেখে চলেছেন।
এসব দাবানলের কোনোটি ইচ্ছকৃতভাবে সৃষ্টি কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আলজেরিয়ার বিচার বিভাগ।
আলজেরিয়ার গণমাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা গেছে, মানুষ তাদের পোড়া বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, নারীরা তাদের কোলে শিশুদের নিয়ে ঘরবাড়ি ছাড়ছে।
গত বছর দাবানলে বিশাল ক্ষয়ক্ষতি হওয়ার পরও এমন ঘটনা মোকাবেলা করতে কর্তৃপক্ষ অবকাঠামোগত কোনো উন্নয়ন করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিস বৃহস্পতিবার বিকেলে বলেছে যে, ১,৭০০ দমকলকর্মী আগুন নেভানোর জন্য লড়াই করছে।
সাউক আহরাসের পাহাড়ী এলাকার একজন সাংবাদিক এএফপিকে বলেছেন যে, কাছাকাছি একটি বনে একটি বিশাল অগ্নিকাণ্ড অর্ধ মিলিয়ন মানুষের শহরে আতঙ্ক ছড়িয়েছে। সেখানকার একটি হাসপাতাল থেকে শতাধিক নারী ও ১৭ শিশুকে সরিয়ে নিতে হয়েছে।