২৪ বা ২৫ আগস্ট দেশে ফিরতে পারেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া

0

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী সপ্তাহে দেশে ফিরতে পারেন। রাশিয়ায় নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত উদায়াঙ্গা বিরাতুঙ্গা এই দাবি করেছেন।

বিরাতুঙ্গা বলেন, গোতাবায়া ২৪ বা ২৫ আগস্ট দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, তিনি থাইল্যান্ডে অবস্থানরত গোতাবায়া রাজাপাকসের সাথে কথা বলেছেন।

বিরাতুঙ্গা বলেন, গোতাবায়া তাকে জানিয়েছেন যে তিনি আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় ফিরবেন।

অবশ্য, তিনি জানান যে হঠাৎ করে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

শ্রীলঙ্কায় গণআন্দোলনের মুখে গোতাবায়া রাজাপাকসে প্রথমে মালদ্বীপ, সেখান থেকে সিঙ্গাপুর চান। এরপর তিনি যান থাইল্যান্ডে।

শ্রীলঙ্কার সরকার চলতি সপ্তাহে বলেছে, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়াকে শ্রীলঙ্কায় নিরাপত্তা দেয়া হবে।

সূত্র : কলম্বো গ্যাজেট

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com