গুমের হোতারা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে: প্রিন্স
গুমের হোতারা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে মিথ্যাচার ও তথ্য গোপন করছে করছে বলে অভিযোগ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শোচনীয় পরিনতির আতঙ্কে তারা গুম শব্দকেই গুম করে দিয়েছে। তিনি বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা স্বাধীনতার মূল মন্ত্র তথা সাম্য,মানবিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্র ,মানবাধিকার, ভোটাধিকারকেই গুম করেছে, খুন,হত্যা করে বাংলাদেশকে রক্তাক্ত করছে।
গতকাল ময়মনসিংহের হালুয়াঘাটে ও বিকেলে ধোবাউড়ায় মিলাদ ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার তার অনৈতিক শাসনকে দীর্ঘায়িত এবং বিরোধী দলকে দমন করতে নিরাপত্তা বাহিনীকে দিয়ে গুম,খুন করিয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। নিজেদের অপরাধ আড়াল করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে তারা মিথ্যাচার করছে। মনে হয় মন্ত্রীরা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে। গণতন্ত্র,মানবাধিকার হরণ , দুঃশাসন, দুর্নীতি , লুটপাট ,অর্থ পাচার করে আওয়ামী সরকার দেশকে লন্ডভন্ড করে দিচ্ছে, জনজীবনে চরম অস্থিরতা,অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভাবের তাড়নায় মা তার ছেলেকে বিক্রি করতে চাচ্ছে, মানুষ আত্মহত্যা করছে। উন্নয়নের নামে দুর্নীতি লুটপাটের ফলে গার্ডার,ব্রিজসহ স্থাপনা ধ্বসে পড়ছে। সড়ক,রেলে দুর্ঘটনা বাড়ছে,বাড়ছে লাশের মিছিল।
সরকারের অপরিনামদর্শী সিদ্ধান্তে জনদুর্ভোগ সৃস্টি করেছে। জনগণ জেগে উঠছে। তিনি বলেন,আন্দোলনের ভয়ে ভীত হয়ে আওয়ামী নেতারা পাগলের প্রলাপ বকছে। কেউ হুমকি দিচ্ছেন,কেউ মিথ্যাচার করছেন,কেউ দেশকে বেহেশত খানা বানাচ্ছেন আবার কেউ তাদের নেতাকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় রাখতে দোয়া করতে বলছেন। আর প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের চা খাওয়ানোর কথা বলে পুলিশকে দিয়ে গুলি করে হত্যা করাচ্ছেন, আবার গ্রেফতার না করতে বলছেন। এগুলো একদিকে যেমন সরকারের অস্থিরতার বহিঃপ্রকাশ অন্যদিকে দেশ-বিদেশে বিভ্রান্তি সৃষ্টির অপকৌশল।
প্রধানমন্ত্রীকে জনগণ আর বিশ্বাস করে না। অতীতে তিনি বার বার বিশ্বাসভঙ্গ করেছেন। তিনি বলেন, জনগণের ক্ষোভকে আন্দোলনে পরিণত হচ্ছে। এবার তাদেরকে বিদায় নিতেই হবে।