জালেমদের কবল থেকে জনগণকে মুক্ত করতে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জালেমদের কবল থেকে জনগণকে মুক্ত করতে সমাজের সব সৎ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয়ী চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, হাতপাখার নির্বাচিত জনপ্রতিনিধিরা নিষ্ঠার সঙ্গে কাজ করলে ইসলামী আন্দোলনের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আদর্শচ্যুত হলে ইসলামী আন্দোলনকে বিতর্কিত করবে।’
তিনি প্রতিনিধিদের জনগণের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করা এবং আলেম-ওলামাদের জনগণের সেবার জন্য তৃণমূলে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।