জ্বালানি তেলে ৩৭ শতাংশ কর মওকুফের দাবিতে থালা-বাটি নিয়ে মানববন্ধন
জ্বালানি তেলে ৩৭ শতাংশ কর মওকুফের দাবিতে থালা বাটি হাতে নিয়ে মানববন্ধন করেছে গরীব-মধ্যবিত্তরা। বুধবার (১০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনের সামনে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা-লকডাউন, বন্যা, ডলারের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই দেশের অর্থনীতি ভালো নেই। সব কিছুর দাম বাড়তি। গরীবরা ঠিক মত খেতে পায় না, মধ্যবিত্তরা খাবার কম খায়। সংসার চালাতে মা তার সন্তানকে বিক্রি করে, বাবা কিডনী বিক্রি করে মেয়ের বিয়ে দেয়। ঋণের চাপে আত্মহত্যার ঘটনাও ঘটছে দেশে। মূল্যস্ফিতিতে দেশের প্রতিটি জনগণ দিশেহারা। কিন্তু এর মধ্যে হঠাৎ করে মড়ার উপর খাড়ার ঘা’র মত খবর, অতি উচ্চ হারে বৃদ্ধি করা হলো জ্বালানি তেলের মূল্য।