করোনায় মৃত ২ সহস্রাধিক, আক্রান্ত ১২ লাখ

0

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২ লাখ ৩৩ হাজার ৯৩২ জন। আর মৃতের সংখ্যা হয়েছে দ্বিগুণ। ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই হাজার ৯৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৪৬৪ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৬৪ হাজার ৫৬৬ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি আট লাখ ৩০ হাজার ৪৭৯ জন।

এর আগে মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন আট লাখ ৩৬ হাজার ৪১৫ জন। আর মারা গিয়েছিলেন ৯৯৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৭৯৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৮৭৯ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৮০৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২৭০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জন। ছয় লাখ ৭২ হাজার ৪৯৪ জন মারা গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com