ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী কে এই নাদিম?

0

কেবিনেটের দুই প্রভাবশালী মন্ত্রীর হঠাৎ পদত্যাগের টালমাটাল ব্রিটিশ সরকার। সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাই তড়িঘড়ি করে দুজনকে মন্ত্রীসভায় অন্তর্ভূক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এদের একজন নাদিম জাহাবি। তিনি ইরাকের কুর্দি বংশোদ্ভূত। তাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বরিস জনসন।

ঋষি সুনাক অর্থমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বরিস মঙ্গলবার এই নিয়োগ দেন। খবর বিবিস ও আরব নিউজের।

শিশুকালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে আসেন নাদিম। তার কুর্দি পরিবারের সদস্যরা ইংরেজি জানতেন না। পরে নাদিম নিজেকে প্রতিষ্ঠিত করেন।

নাদিম শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। অর্থমন্ত্রীর পদে তার নতুন নিয়োগ অনুমোদন দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

করোনা মহামারিকালে যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচি দেখভাল করে ব্যাপক প্রশংসা কুড়ান নাদিম।

৫৫ বছর বয়সি নাদিম প্রখ্যাত জরিপ প্রতিষ্ঠান ইউগভের সহপ্রতিষ্ঠাতা। ২০১০ সালে নাদিম এমপি হন। তার আগে তিনি লন্ডনে কনজারভেটিভ পার্টির স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com