লাখ লাখ চোর, ডাকাত ও দুর্নীতিবাজদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে সরকার: দুদু
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, লাখ লাখ চোর, ডাকাত ও দুর্নীতিবাজকে সরকার লুটপাটের সুযোগ করে দিচ্ছে। অথচ বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। দেশের বাইরে নিয়ে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে এবার স্বৈরাচারী শাসনব্যবস্থাকে উৎখাত করা হবে।
সোমবার (১ জুলাই) বিকেলে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু আরও বলেন, আমাদের দেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো হাজারও দুর্নীতিবাজ তৈরি করে সরকার দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারা লুটপাট করেও বিদেশে যাওয়ার সুযোগ পায়। অথচ অসুস্থ অবস্থায় থেকেও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। কী আজব দেশ তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। তাই এবার সবকিছু রুখে দিতে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।