দুর্নীতিবাজ কর্মকর্তাদের আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা শেল্টার দেন: হাবিব উন নবী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, দেশের অনেক কর্মকর্তা শতকোটি টাকা দুর্নীতি করলেও তাদের কোনো সাজা নেই। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা তাদের শেল্টার দেন। কিন্তু মাত্র ২ কোটি টাকার একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে।
সোমবার (১ জুলাই) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাবিব উন নবী খান সোহেল বলেন, বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী খালেদা জিয়ার মুক্তি দাবিতে সবাইকে এক হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।