তুরস্কের উপকূলীয় শহর ইজমিরে বিস্ফোরণ, নিহত ৫

0

তুরস্কের উপকূলীয় শহর ইজমিরে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩০ জুন) ইজমিরে প্রবল বিস্ফোরণে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে বাড়ির সামনে থাকা কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার মানুষদের দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়েছিল।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি গত শনিবার গ্যাসের ট্যাংক বদল করে নতুন লাগিয়েছিলেন।

সূত্র: ডয়েচে ভেলে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com