উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

0

ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হবে। এ কথা মাথায় রেখেই নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

সোমবার বিকাল ৪টায় ধামরাই পৌরসভা ও সোমভাগ ইউনিয়ন পরিষদ চত্বরে  অসহায় সুবিধাবঞ্চিত হতদরিদ্রের ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় দরিদ্রদের হাতে ঈদ উপহারসামগ্রী তুলে দেন। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে— ১০ কেজি করে মিনিকেট চাল, ১ লিটার সয়ারিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি গুড়ো দুধ, হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো।

তিনি বলেন, আপনারা জানেন সিলেটে বন্যায় অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের পাশে থেকে প্রধানমন্ত্রী নিজে গিয়ে বন্যাকবলিত এলাকায় ঘুরে তাদের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। তাদের পুনর্বাসনের জন্য নিজস্ব ত্রাণ তহবিল থেকে টাকা বরাদ্দ দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com