সৌদি পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও তিন সচিব
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
রোববার (৩ জুলাই) দিনরাতে তারা সৌদি আরব পৌঁছেছেন বলে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
দূতাবাস সূত্রে জানা যায়, মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও তিন সচিবকে স্থানীয় সময় রাত ১১টায় জেদ্দা হজ টার্মিনালে স্বাগত জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
দূতাবাস জানায়, হজযাত্রী হিসেবে বাংলাদেশ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও জেদ্দা পৌঁছেছেন। চলতি বছর ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন।