ইউরোপসহ সারাবিশ্বে আম দ্রুত বাজারজাত করতে পারবো: কৃষিমন্ত্রী
ইউরোপসহ সারাবিশ্বে বাংলাদেশের আম দ্রুত বাজারজাত করতে পারবো বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
রোববার (৩ জুলাই) সকালে নেদারল্যান্ডসের আলমেয়ারে চলমান আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে ‘সেলিব্রেটিং বাংলাদেশ: ট্রান্সফরমিং অ্যাগ্রিকালচার’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু ও সম্ভাবনাময়। এ আমের রপ্তানির সম্ভাবনাকে আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই। বাংলাদেশের আমকে ইউরোপসহ বিশ্ববাজারে নিয়ে যেতে চাই। এ লক্ষ্যে এ আম উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের আম আরও জনপ্রিয় হবে ও আমের রপ্তানির সুযোগ তৈরি হবে। এছাড়া আমরা বাংলাদেশের রপ্তানিকে বহুমুখী করতে চাই, এক্ষেত্রে আম রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।