প্রান্তিক জনগোষ্ঠীকে কর্মমুখি করতে কাজ করে যাচ্ছে বাউবি: ভিসি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, প্রান্তিক জনগোষ্ঠিকে কর্মমুখি করতে বাউবি কাজ করে যাচ্ছে। বাউবি এখন এসএসসি কিংবা এইচএসসি পর্যায়ের শিক্ষার মাঝে সীমাবদ্ধ নেই। উচ্চশিক্ষার পাশাপাশি জীবনমুখি, বাস্তব, উন্নয়নমূলক এবং বর্হিদেশে বাউবি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রোববার বাউবি’র গাজীপুরস্থ ক্যাম্পাসে ভিসির কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিক্যাল সেন্টারের গবেষক অধ্যাপক ফজলে শাহীদ ফারুকের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন।
সভায় ফজলে শাহীদ ফারুক বলেন, বাউবি খুব অল্প সময়ে তার লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। বিশেষ করে অবহেলিত, দুর্গম এলাকায় দূরশিক্ষণের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও কৃষিশিক্ষার প্রসার প্রশংসনীয়। টেকসই উন্নয়নের জন্য বাউবির শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাউবি’র প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনসহ বিভিন্ন স্কুলের ডিনগণ। পরে অধ্যাপক ফজলে শাহীদ ফারুককে উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।