ঢাকায় মিশন খুলতে পর্তুগালের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সব ধরনের ভিসা আবেদন নেওয়ার জন্য ঢাকায় অন্তত একটি কনস্যুলার সার্ভিস সেন্টার খুলতে পর্তুগালের প্রতি আহ্বান জানিয়েছেন। পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ও প্রবাসী বাংলাদেশিদের পরিবারের সদস্যদের পুনর্মিলনকে সহজ করার জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মন্ত্রী।
শুক্রবার (১ জুলাই) পর্তুগাল ও কেনিয়ার যৌথ-আয়োজনে পর্তুগালের লিবসনে চলমান দ্বিতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেজ ক্রাবিনহোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এ কে মোমেন এ আহ্বান জানান। শনিবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিসবনে গত ১০ বছর ধরে বাংলাদেশ দূতাবাস পরিচালনা করে আসছে। সম্প্রতি মিশনটির স্থায়ী ঠিকানার জন্য সেখানে জমিও কেনা হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ-পর্তুগাল কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশে পর্তুগালের একটি চ্যান্সারি খোলা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রীরা ভবিষ্যতে বাংলাদেশ-পর্তুগালের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপায় হিসেবে একে অপরের মতামত তুলে ধরেন।