করোনা বাড়তে থাকায় সরকার কিছুটা চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী

0

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সরকার ‘কিছুটা চিন্তিত’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, করোনা এখন ঊর্ধ্বমুখী। এতে সরকার কিছুটা চিন্তিত। তবে তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ এ নিয়ে শঙ্কিত নয়।

মন্ত্রী বলেন, আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান আছে। হাসপাতালে এখন তেমন রোগী নাই। রোগী এলে চিকিৎসা দেয়ার মতো সক্ষমতা ও প্রস্তুতি আছে।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com