বিএনপির নামে চাঁদাবাজি করলেই আইনি ব্যবস্থা: আহমেদ আযম

0

বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বা ইউএনও অফিসে তদবির বা থানায় তদবিরে যায় তাহলে আমাকে রিপোর্ট করুন।

তিনি আরও বলেন, যদি কেউ এমন করেন তাহলে তার বিরুদ্ধে আমি শুধু ব্যবস্থাই নেবো না, তাকে কেবল বহিষ্কারই করব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার বেলা ১২টায় সখীপুর ডাকবাংলো চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সখীপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, আগামী দিনের রাজনীতি মেধার ভিত্তিতে রাজনীতি। সন্ত্রাসী রাজনীতি আগামী দিনে চলবে না। কোনো রকমের প্রতারণা, দখলবাজি টেন্ডারবাজি এগুলো করে আগামী দিনের রাজনীতি চলবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com