বিদায়ী বছরের ডিসেম্বরে সিলেটের সড়কে ঝরেছে ৩৮ প্রাণ

0

বিদায়ী বছরের শেষ মাস শুধু ডিসেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। সিলেটের বিভিন্ন স্থানে সংঘটিত ৩২টি দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়াও আরও ৭৭ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনা নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।

এর আগে গত নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছিলেন বলে জানায় নিসচা।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত ৩৮ জনের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এছাড়াও সিএনজিচালিত অটোরিকশার চালক ও আরোহী ৫ জন এবং পথচারী আছেন ৯ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে হবিগঞ্জ জেলায়। এই মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৮ নিহত ও ৬ আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেলচালক ও আরোহী, ৫ জন সিএনজিচালিত অটোরিকশার চালক ও আরোহী এবং ৯ জন পথচারী। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। নিহত ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com