অবশেষে প্রেমিককে বিয়ে করতে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী

0

১৪ বছরের প্রেমের সম্পর্ক। অবশেষে প্রেমিককে বিয়ে করতে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা (৩২)। রোববার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে নোটারি পাবলিক ও কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে আনিস রহমান (৪২)। কনে সিটি হাসনা মালয়েশিয়ার একটি শহরের বাসিন্দা মশিন জাকরির মেয়ে।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিকের বাড়িতে আসেন মালয়েশিয়ান ওই তরুণী।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালে মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে আনিস রহমানের সঙ্গে সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্য গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পাঁচ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতায় কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে প্রেমের টানে মাঝে মধ্যে মালয়েশিয়ায় যেতেন আনিস। শনিবার সকালে মালয়েশিয়ান তরুণী হাসনা প্রেমিক আনিসের বাড়িতে আসেন। এসময় সঙ্গে ছিলেন তার মা।

৩ নম্বর খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মনিরুল ইসলাম বলেন, ‘ফেসবুকে বিষয়টি জানতে পেরেছি। মালয়েশিয়া থেকে একজন তরুণী খুবজিপুরে এসেছেন। আজ তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনেছি। তাদের দুজনের জন্য শুভ কামনা ও দোয়া রইলো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com