সঠিকভাবে চাইলে কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য: প্রতিমন্ত্রী

0

তথ্য পাওয়া জনগণের নাগরিক অধিকার। জনগণ সঠিকভাবে তথ্য চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই তথ্য দিতে বাধ্য থাকবেন। এ কথা বলেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

বুধবার (২৯ জুন) সমাজসেবা অধিদপ্তরে ‘তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, জনগণের তথ্য জানার অধিকার রয়েছে। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাকে আবেদন করতে হবে। তবে অনেক সময় কিছু কর্মকর্তার না জানায় কারণে জনগণ সঠিক তথ্য পায়না। এজন্য তথ্য অধিকার কর্মকর্তাদের আরও জানার প্রয়োজন রয়েছে। তারা যত জানবেন তত তথ্য জনগণকে দিতে পারবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com