৩০টি সরকারি, ৫৫টি বেসরকারি পাটকল বন্ধ, সংসদে পাটমন্ত্রী
দেশে বর্তমানে সরকারি ৩০টি এবং বেসরকারি ৫৫টি পাটকল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সোমবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
পাটমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মোট ২৫৩টি পাটকল রয়েছে। এর মধ্যে সরকারি ৩২টি এবং বেসরকারি ২২১টি। সরকারি পাটকল বন্ধ রয়েছে ৩০টি এবং বেসরকারি পাটকল বন্ধ রয়েছে ৫৫টি।