যমুনার পানি কমলেও বানভাসিদের দুর্ভোগ কমেনি

0

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমেছে। এতে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যাকবলিত এলাকার বসতবাড়ি থেকে এখনও পানি নামেনি। তাই বাড়ি ফিরতে পারছেন না বানভাসিরা।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় ১৫ সেন্টিমিটার ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ২৭ সেন্টিমিটার পানি কমেছে। তবে এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। চলতি বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার হাসানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর এবং কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ২৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি দ্রুত কমছে। দুই থেকে তিন দিনের মধ্যে পানি বিপৎসীমার নিচে চলে আসবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com