সৌদি যুবরাজের বিশেষ বিমানে যুক্তরাষ্ট্র গেলেন ইমরান খান
সূত্রের বরাত দিয়ে দুনিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খানকে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে নিষেধ করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়া সৌদি যুবরাজ ইমরান খানকে বলেছেন, আপনি আমাদের স্পেশ্যাল গেস্ট এবং আপনি আমাদের বিশেষ বিমানে যুক্তরাষ্ট্র যাবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্র যাওয়ার আগে দুই দিনে সফরে সৌদি আরবে যান পাক এই প্রধানমন্ত্রী। খবরে বলা হয়েছে, কাশ্মীর ইস্যুতে সৌদির সমর্থন নিতে ইমরান খান দেশ টিতে যান।
গত ৫ আগস্ট বিজেপি শাসিত ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এর পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীরিদের পাশে থাকবে পাকিস্তান, সেইসঙ্গে ভারতকে কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরে দিতে বলে।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীর তাদের অভ্যন্তরীণ ইস্যু। এনিয়ে কারো নাক গলানোর অধিকার নাই। তথ্য সূত্র: দুনিয়া নিউজ, এনডিটিভি।