কুমিল্লায় চুরির অভিযোগে নারীকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল

0

কুমিল্লায় ঈদের কেনাকাটা করার সময় এক ক্রেতার ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে এক নারীকে বেধড়ক মারধর করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে চান্দিনা বাজারের বাবুন চৌধুরী মার্কেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ফেসবুক জুড়ে চলছে সমালোচনা।

ভিডিও ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা এক নারীকে একটি কাপড়ের দোকানে নিয়ে চুরির অভিযোগ তুলে যে যেমন পারছে হেনস্তা করছে।

স্বপন নামের এক ফল ব্যবসায়ী ওই নারীকে একের পর এক কিল-ঘুষি মেরে চুল ধরে টানাটানি করেন। একপর্যায়ে ওই নারীর নেকাব ও বোরকা খুলে মোবাইলে ভিডিও ধারণ করেন। সালাম নামের এক কাপড় ব্যবসায়ী মাঝে এসে মারধর থেকে তাকে রক্ষা করেন। এসময় ওই নারী সবার উপস্থিতিতে চলে গেলেও কেউ তাকে আটক করেনি বা পুলিশে দেয়নি।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানায়, ঘটনাটি মার্কেটে ঘটলেও ঈদের বেচাকেনার মুহূর্তে ওই নারীকে পুলিশে দেওয়া এবং মামলা করাকে ঝামেলা মনে করে কেউ পুলিশে ফোন দেয়নি। কয়েকজন তাকে মারধর করে ছেড়ে দেয়।

চান্দিনা বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, অভিযুক্ত নারী যদি চোরও হয়ে থাকে তাহলেও তাকে এভাবে জনসমক্ষে মারধর করা মোটেও ঠিক হয়নি। তার অপরাধ থাকলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। যারাই ওই নারীকে হেনস্তা করেছেন ভিডিও ভাইরাল হওয়ার পর তারা পলাতক। এদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com