জেরুসালেমকে রক্ষার অর্থ মানবতাকে রক্ষা করা : এরদোগান

0

বাইতুল মোকাদ্দাসের শহর জেরুসালেমকে রক্ষার অর্থ মানবতাকে রক্ষা করা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, জেরুসালেম শুধু কিছু সাহসী মুসলমানেরই নয়, পুরো ইসলামি দুনিয়ার সাধারণ ভিত্তি। জেরুসালেমকে রক্ষার অর্থ মানবতাকে রক্ষা করা।

শুক্রবার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পার্লামেন্টারি ইউনিয়নের ১৬তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই কথা বলেন তিনি।

একইসাথে ওআইসির সদস্য দেশগুলোর প্রতি তিনি আহ্বান করেন এমন সব পদক্ষেপ থেকে দূরে থাকার, যা ফিলিস্তিন ইস্যুর ক্ষতি করবে।

তিনি বলেন, ‘এটি অন্যায় ও অবিবেচনামূলক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে ইহুদিদের গণহত্যার মূল্য ফিলিস্তিনিদের শোধ করতে হবে।’

এরদোগান জানান, পূর্ব জেরুসালেম ও মসজিদুল আকসার মর্যাদা সম্পর্কে তুরস্কের অবস্থান অপরিবর্তিত থাকবে।

এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ১৯৬৭ সালের সীমানায় জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তিনি।

সূত্র : ডেইলি সাবাহ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com