লকডাউনে আলেম-ওলামাদের ওপর ‘ক্র্যাকডাউন’ চালানো হচ্ছে: খেলাফত মজলিস

0

করোনা ভাইরাসের নামে দেশে লকডাউন দিয়ে আলেমওলামাদের ওপর যেক্র্যাকডাউনচালানো হচ্ছে, তাতে সরকারের শেষরক্ষা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত মজলিস নেতারা।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহসহ সারা দেশে বহু আলেমউলামাকে গ্রেফতার রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতার কৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খেলাফত নেতারা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে দলটির শীর্ষ নেতা অধ্যাপক মো. আবদুল জলিলের গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক মহাসচিব . আহমদ আবদুল কাদের বলেছেন, করোনার নামে লকডাউন দিয়ে সরকার সারা দেশে আলেমউলামাদের ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে। রমজান মাসে রোজা পালনকারী উলামা দেশপ্রেমিক তাওহিদী জনাকে গ্রেফতার করে, সাজানো মামলায় রিমান্ডে নিয়ে সরকার জুলুমের চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছে।

নেতৃদ্বয় সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলুমের ফলাফল কখনোই শুভ হতে পারে না। লকডউনের নামে কারফিউদিয়ে আলেমউলামা দেশপ্রেমিক ছাত্রজনতাকে গ্রেফতার নির্যাতন কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আলেমউলামা দেশপ্রেমিক জনগণের ওপর এভাবে হামলা, মামলা, হত্যা, গ্রেফতার নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। তাই সব ধরনের জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। দেশে বিরাজমান ভীতিকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে। মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানগণ যাতেরোজা, নামাজ, তারাবিহসহ সকল ইবাদতবন্দেগি নির্বিঘ্নে পালন করেত পারে সে ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে দেশের আলেমউলামা দেশপ্রেমিক জনতাকে গ্রেফতার নির্যাতন বন্ধ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি বশির উল্লাহসহ গ্রেফতারকৃত সকল উলামায়ে কেরাম তাওহিদী জনতার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসাথে হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ দেশ প্রেমিক তাওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com