রামগতির বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি

0

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হাসেম জানান, বাজারের একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাজারে।

খবর পেয়ে রামগতি ও কমলনগর ফায়ার সার্ভিসের দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণিকভাবে আগুনে তিনটি বসতঘর, মুদি, লাইব্রেরি, র্স্বণালঙ্কার, কাপড়, ঘড়ি ও মোবাইল দোকানসহ ১৯টি দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী ও দোকানঘর মালিকরা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন বলেন, অগ্নিকাণ্ডে তিনি বসতঘর ও ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তালিকা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com