জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করে জাতিকে নিরাশ করেছেন প্রধান উপদেষ্টা: খোকন

0

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিকে নিরাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

গতকাল বুধবার (২৬ মার্চ) নোয়াখালীর চাটখিল আলিয়া মাদরাসা মাঠে উপজেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ১৫ বছর মাঠে থেকে আন্দোলন করেছি। আমাদের দলের এমন কোনো লোক নেই যিনি কারাগারে যাননি। এখন আমাদের আন্দোলন করা রাজনৈতিক সহযোদ্ধাদের কেউ কেউ নির্বাচনের বিরোধিতা করছেন। দেশে যদি কোনো অস্থিতিশীলতার সৃষ্টি হয়, এর দায়ভারও তাদেরকে নিতে হবে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে একটা সুনির্দিষ্ট তারিখ দিতে হবে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com