ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বাইডেন-ম্যাঁক্রোর ফোনালাপ

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে শুভেচ্ছা জানাতে টেলিফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। এ সময় তাদের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

ফ্রান্সের প্রেসিডেন্টের এলিসি প্রাসাদ থেকে এই টেলিফোন সংলাপের তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, বাইডেন ও ম্যাঁক্রো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা ও লেবানন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে এ ব্যাপারে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দুদেশের নেতারা চীন, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও আইভরি কোস্ট পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com