‘লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের ওপর হামলা হলে হাফতার বাহিনী পালানোর জায়গা পাবে না’

0

লিবিয়ার বিদ্রোহী যুদ্ধবাজ নেতা জেনারেল খলিফা হাফতারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তুরস্ক।

দেশটি বলেছে, লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের ওপর হামলা হলে হাফতারের অনুগত বিদ্রোহী গেরিলারা তুরস্কের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হূলুসি আকার বলেন, হাফতার একজন যুদ্ধাপরাধী, খুনি এবং তার সমর্থকদের অবশ্যই জানতে হবে যে, তুরস্কের সেনাদের ওপর হামলা হলে তারা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

জেনারেল হাফতার কয়েকদিন আগে লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের ওপর হামলার হুমকি দিয়েছিলেন। এর জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, যদি জেনারেল হাফতার ও তার সমর্থকরা তুরস্কের সেনাদের বিরুদ্ধে হামলা করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে তারা পালানোর জায়গা পাবে না।

জেনারেল হুলুসি বলেন, প্রত্যেকের জ্ঞান-বুদ্ধি হওয়া প্রয়োজন। লিবিয়ার সংকট নিরসনে সবাইকে রাজনৈতিক সমাধানের জন্য অবদান রাখতে হবে। এর বাইরে যে কোনো পদক্ষেপ ভুল বলে বিবেচিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com