পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনের প্রতি ১৫০ কংগ্রেসম্যানের আহ্বান

0

ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তাতে ফিরে যেতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ১৫০ জন সদস্য।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছর ধরে যে নীতি অনুসরণ করে এসেছেন ডেমোক্র্যাট দলের সদস্যের এই আহ্বান তার সম্পূর্ণ বিপরীত। ২০১৮ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন।বাইডেনকে লেখা এক চিঠিতে কংগ্রেসের এসব সদস্য বলেছেন, পরমাণু সমঝোতা মেনে চলার ক্ষেত্রে ইরানকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আপনি যে আহ্বান জানিয়েছেন তার প্রতি আমরা জোরালো সমর্থন জানাই। বুধবার মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

দীর্ঘ প্রায় ১২ বছর আলাপ আলোচনা শেষে ২০১৫ সালের জুলাই মাসে ইরান এবং ছয় জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা সই হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে দফায় দফায় বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক পর্যায়ে ইরানও পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com