সৃজিতের নায়িকা বাঁধন

0

অভিনয় থেকে ডুব দিয়ে বছর দেড়েক আগে বোল্ড লুকে হাজির হন আজমেরী হক বাঁধন। এর পর গোপনে একটি ছবির শুটিং শুরু করলেও নাটকে এই নায়িকা মোটামুটি অধরাই। নতুন খবর হলো, আলোচিত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-এ যুক্ত হয়েছেন তিনি।

অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ।

মোহাম্মদ নাজিমউদ্দিনের একই নামের থ্রিলার উপন্যাস নিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ-এর জন্য সিরিজ করছেন সৃজিত মুখার্জি। সেখানেই মূল চরিত্র মুশকান জুবেরী হচ্ছেন বাঁধন।

এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম বর্তমান। এক প্রতিবেদনে বলা হয়, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-র শুটিং বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সিরিজের মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশেষ চরিত্রে থাকছেন অঞ্জন দত্ত।

কথা ছিল এই সিরিজে বাংলাদেশের এক ঝাঁক অভিনেতা থাকবেন। তালিকায় নাম ছিল চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমের মতো অভিনেতাদের। কিন্তু করোনা পরিস্থিতিতে তারা কেউই অভিনয় করছেন না বলেই শোনা যাচ্ছে। টুইটারে এ খবর দিয়েছিলেন সৃজিত। এমনও বলেছিলেন, বাংলাদেশে শুটিংয়ের ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

এর আগে মুশকান জুবেরী চরিত্রে জয়া আহসান ও পরী মনিকে নিয়ে গুঞ্জন ওঠে।

সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন বলিউডের রাহুল বোস ও টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com