চীন-রাশিয়ার শতাধিক কোম্পানি যুক্তরাষ্ট্রের কালো তালিকায়

0

সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চীন ও রাশিয়ার শতাধিক কোম্পানির ওপর রফতানি নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নতুন নিষেধাজ্ঞার ফলে কালো তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছে কোনো পণ্য পাঠালে মার্কিন রফতানিকারকদের বিশেষ লাইসেন্স লাগবে। খবর এএফপি।

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ব্যাপকসংখ্যক চীনা মহাকাশ সংস্থার নামও রয়েছে। পাশাপাশি রাশিয়ার বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। এটি মূলত ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগে চীনের ওপর বিস্তৃত চাপ তৈরির যে কৌশল তারই অংশ। 

বেশকিছু সংবেদনশীল ইস্যুতে কয়েক বছর ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়র মাঝে সম্পর্ক উত্তপ্ত হয়ে আছে। এছাড়া করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দায়ী করে আসছে। যেখানে তার প্রশাসন হংকংয়ের ওপর নতুন জাতীয় সুরক্ষা আইন চাপানো নিয়ে সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।

সামরিকভাবে সম্পৃক্ত থাকা সম্ভাব্য কোম্পানিগুলো কালো তালিকাভুক্ত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে মার্কিন সরকার। গত শুক্রবারও এক ডজন চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র, এবারের তালিকায় দেশটির শীর্ষস্থানীয় চিপ প্রস্তুতকারক কোম্পানি এসএমআইসি এবং চীনা ড্রোন প্রস্তুতকারক ডিজিআইও রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com