মিথ্যা বললে কি হবে?

0

ইসলাম ধর্মে প্রত্যেক মানুষকে সর্বদা সত্য কথা বলা, সত্যের ওপর অবিচল থাকা এবং সর্বাবস্থায় মিথ্যা পরিহার করে চলার নির্দেশ দিয়েছে। প্রিয় রাসুল (সা.) স্বয়ং ছিলেন সত্যবাদিতার জীবন্ত আদর্শ। তার সত্যনিষ্ঠার জন্য চরম শত্রুরাও তাকে আলামিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। আমাদের বর্তমান সমাজে মিথ্যা ভয়াবহ সামাজিক ব্যধিতে রূপ নিয়েছে। মিথ্যাচর্চা সমাজে নানামুখী নৈরাজ্য সৃষ্টি করে। আর মুসলিম মিথ্যা বললে পাপ কাজে লিপ্ত হবে, আর সেই পাপই তাকে দোযখের দিকে নিয়ে যাবে। 

মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ঘোষণা করেন, ‘হে ইমানদাররা! আল্লাহকে ভয় করো আর সর্বদা সত্য কথা বলো।’ 

অন্যদিকে প্রিয় নবীজি (সা.) বলেছেন, ‘সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে।’ 

পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন, ‘এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত যারা মিথ্যাবাদী।’ (আলে ইমরান, আয়াত : ৬১)

নবী কারীম (সা.) ইরশাদ করেন, ‘মিথ্যা পাপাচারের দিকে পথ দেখায়। আর পাপাচার জাহান্নামে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে থাকলে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে তার নাম লেখা হয়। ’ (সহিহ বুখারি, হাদিস : ৫৬২৯)

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com