তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিরোধীতা করছে পাকিস্তান

0

পাকিস্তান বলছে যুক্তরাষ্ট্র যে এক তরফা ভাবে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তারা গভীর ভাবে উদ্বিগ্ন এবং তারা সংলাপের মাধ্যমে সকল বিষয়ের নিস্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। ট্রাম্প প্রশাসন সোমবার জানায় যে, তুরস্ক যে রাশিয়ার কাছে থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার সিদ্ধান্ত নিয়েছে, সে জন্যে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এই নিষেধাজ্ঞার কারণে তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার চলমান চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক পণ্য ক্রয় খর্ব হতে পারে। গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান নীতিগত ভাবে কোন দেশের উপর একতরফাভাবে চাপ সৃষ্টিকারী পদক্ষেপ গ্রহণের বিরোধী।

তুরস্কের কোম্পানিগুলো পাকিস্তানের নৌবাহিনীর জন্য পেট্রল ক্র্যাফট এবং ফ্লিট ট্যাংকার সরবরাহ করতে এবং ফ্রান্সের তৈরি ডুবোজাহাজগুলোকে হালনাগাদ করার কাজ করছে। আংকারা সরকার পাকিস্তানকে তিরিশটি T-129 হেলিকপ্টার বিক্রি করার জন্য একটি চুক্তি সই করেছে, কিন্তু এ ব্যাপারে কোন রকম অগ্রগতি হয়নি কারণ যুক্তরাষ্ট্র তুরস্ককে রপ্তানি করার কোন লাইসেন্স দেয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com