বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও আন্দোলনের অংশ হিসেবে: বিএনপি

0

দেশে ‘মৌলবাদের তৎপরতা’ বিষয়ে সরকারের ওপর দায় দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার মৌলবাদ উস্কে দিচ্ছে। বিএনপির সঙ্গে মৌলবাদের কোনও সম্পর্ক নেই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়।’

তিনি বলেছেন, ‘দেশে জঙ্গিবাদ বলতে কিছু নেই, তবে বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে। মৌলবাদকে উস্কে দিয়ে সরকার রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ দিয়ে নিঃশেষ করার ছুতা খুঁজছে।’

গতকাল মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশে কোনও জঙ্গিবাদ নেই। এসব আওয়ামী লীগের সৃষ্টি। মৌলবাদের উত্থাপন আওয়ামী লীগের আমলে হয়েছে। বিএনপির সঙ্গে মৌলবাদের সম্পর্ক নেই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এ নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে, কোনও নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও আন্দোলনের অংশ হিসেবে।’

দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধের সমালোচনা করে অবিলম্বে সব চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান মির্জা ফখরুল। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com