পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতি

0

বাংলাদেশের কুখ্যাত এক দুষ্কৃতিকে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বসিরহাটের সীমান্ত এলাকা থেকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার মামুদপুর গ্রামের আছাদুল মন্ডলকে।  তার বিরুদ্ধে বাংলাদেশে দুইটি নাশকতা এবং দুইটি মাদক পাচারের মামলা রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশও তাকে খুঁজছিল। তবে বছর দেড়েক আগে আছাদুল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে সীমান্ত লাগোয়া আখারপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকছিল। সেখান থেকেই সে স্থানীয় দুষ্কৃতিদের নিয়ে মাদক পাচারের সিন্ডিকেট চালাত। কিছুদিন আগেই বসিরহাট পুলিশ এই খবর জানতে পারে। এরপর নিবার এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে ইটিন্ডার ঢেমঢেমি গ্রাম থেকে আছাদুলকে দশ লিটার নিষিদ্ধ কোডিন মাদক সহ গ্রেপ্তার করেছে। এদিন আদালতে তোলা হলে আছাদুলকে পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে।

এবার পুলিশ আছাদুলকে সঙ্গে নিয়ে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের খোঁজ শুরু করেছে। ইতিমধ্যেই এই গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com