দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু

0

ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সকাল পৌনে ৯টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। তবে এখন পর্যন্ত শুরু হয়নি লঞ্চ চলাচল।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন। এতে চরম  ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গতকাল বিকাল থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ এবং রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ-এর দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়ার কিছুটা ভালো হওয়ায় সকাল পৌনে ৯টার দিক থেকে আবার ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরিগুলো চলাচল করলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com