গাজীপুরে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু

0

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে একজন ও শুক্রবার দিবাগত রাতে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়নের পাইতলবাড়ী গ্রামে মদপানে অসুস্থ হন ওই চারজন।

নিহতরা হলেন- পাইতলবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে লিয়াকত আলী (৫০) ও মৃত আবদুর রাজ্জাকের ছেলে আকতার হোসেন (৫৫)।

অসুস্থরা হলেন- উপজেলার একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে নূরুল ইসলাম নূরু (৪৫) ও বদর উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩৮)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বরমী ইউনিয়নের পাইতলবাড়ী গ্রামে চারজন একসঙ্গে মদপান করেন। এরপর রাতেই একে একে অসুস্থ হয়ে পড়েন তারা। দিবাগত রাতে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফতেহ আকরাম জানান, মদপানে অসুস্থ চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন থেকে আকতার হোসেন মারা যান। শুক্রবার রাতে মারা যান লিয়াকত আলী।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানানা, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের মরদেহ রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com