বাবরি মসজিদ মামলার রায়ে নাখোশ সুন্নি ওয়াকফ বোর্ড
বাবরি মসজিদ মামলার রায়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে ভারতের সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড।
শনিবার সকালে ভারতের প্রধানবিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছে।
রায়ে বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের জন্য আর নতুন একটি মসজিদের জন্য অন্যত্র জমি বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টে সুন্নি ওয়াকফ বোর্ডের প্রতিনিধিত্ব করছেন জাফরইয়াব জিলানি। তিনি বলেন, আজকের রায়ে আমরা অসন্তুষ্ট। পরবর্তী করণীয় নিয়ে আমরা আলোচনা করবো।
সাংবাদিকদের তিনি বলেন, আমরা পুরো রায় পড়বো। তারপর সিদ্ধান্ত নেব রিভিউয়ের আবেদন করবো কিনা।
হিন্দুদের বিশ্বাস, একটি মন্দির ধ্বংস করে চারশ ৬০ বছরের পুরনো মসজিদটি নির্মাণ করা হয়েছিল।
এএফপির খবরে বলা হয়েছে, ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মসজিদ ধ্বংস করে সেখানে একটি মন্দির নির্মাণের প্রচার চালিয়েছিলেন।