উন্মুক্ত হচ্ছে কাবা শরীফ, যেতে পারবেন বিদেশি মুসল্লিরাও
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফের মুখর হয়ে উঠছে পবিত্র কাবা শরীফ। এরই ধারাবাহিকতায় রবিবার (১ নভেম্বর) থেকে বিদেশি মুসল্লিরা মসজিদুল হারামে প্রবেশ করতে পারবেন।
গেল ২৫ অক্টোবর সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য আল-ওমাইরি জানিয়েছেন, ওমরাহ পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনা ভাইরান সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছ, এখন পর্যন্ত ২৫ লাখ মানুষ ওমরাহ সেবা দিতে তৈরি হওয়া অ্যাপ ‘ইতমারনা, ইন্সটল করেছেন। এদের মধ্যে ১২ লাখ তাদের রেজিস্ট্রেশন শেষ হয়েছে।
করোনা সংক্রমণ ও বিস্তার রোধে দীর্ঘ ছয় মাস হজ ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা থাকার পরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ৪ অক্টোবর থেকে হাজীদের জন্য হারামাইন শারিফাইনকে উন্মুক্ত করা হয়। মোট তিন ধাপে এবারের ওমরাহ পালিত হচ্ছে। প্রথম দুটি ধাপের পর তৃতীয় ধাপে গিয়ে ওমরাহ পালন স্বাভাবিক করা হবে।
সৌদি আরবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর কাবা শরিফেও নামাজ আদায় বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার। গতবছর সারা বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান। এর মধ্যে প্রায় ১৮ লাখ পুণ্যার্থী বিভিন্ন দেশ থেকে এতে অংশ নিয়েছিলেন।
হজ এবং ওমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করে। এবার বাংলাদেশ থেকে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন।